Site icon Amra Moulvibazari

কোন দেশে কবে ঈদ, চাঁদ দেখার লাইভ আপডেট

কোন দেশে কবে ঈদ, চাঁদ দেখার লাইভ আপডেট


বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কোটি মুসলমান। রোজাদাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈদ কবে, সেই তারিখ জানার জন্য।

এরই মধ্যে সবার আগে ঈদের দিন জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্য দেশগুলোও শিগগিরই ঘোষণা করবে ঈদের দিন-তারিখ। পাঠকদের জন্য ধারাবাহিকভাবে জানানো হবে সে তথ্য। চাঁদ দেখার সবশেষ তথ্য জানতে থাকুন জাগো নিউজের সঙ্গে।

অস্ট্রেলিয়া

শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া পরিষদ ঘোষণা দিয়েছে, দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, সোমবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে। অস্ট্রেলিয়ায় আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল রোববার। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ মুসলিম সম্প্রদায়কে একটি সুখী, আনন্দময় এবং বরকতময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে গাজা ও ফিলিস্তিনের ভাইবোনদের জন্য প্রার্থনা, দান এবং অব্যাহত সহায়তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন।

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।

ব্রুনাই

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটি নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটিতে আজ রমজানের ২৮তম দিন। রোববার (৩০ মার্চ) সেখানে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।

এসএএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version