Site icon Amra Moulvibazari

সব বয়সীরা দেখতে পারবেন তমা-নিশোর সিনেমা

সব বয়সীরা দেখতে পারবেন তমা-নিশোর সিনেমা


আফরান নিশো ও তমা মির্জা জুটির ‘দাগি’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি ইউ গ্রেডে (ইউনিভার্সাল গ্রেড) মুক্তির অনুমতি পেল। যার ফলে সব বয়সীরাই দেখতে পারবেন সিনেমাটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‌‘ঈদে সবাই মিলে যেন সিনেমা উপভোগ করতে পারেন, তেমন সিনেমাই আমরা করতে চেয়েছি এবং সেটি করতে পেরেছি বলে মনে হয়। কারণ সেন্সর সার্টিফিকেশন বোর্ড ’দাগি’ সিনেমাকে ’ইউ গ্রেড’ দিয়েছে।’

শাহরিয়ার শাকিল আরও বলেন, ‘যে কোনো সিনেমারই সার্থকতা হলো সিনেমাটি দর্শক পেল কিনা। একটা সিনেমা কাজ করবে কিনা সেটা অনেকাংশে নির্ভর করে ফ্যামিলি অডিয়েন্সের ওপর। আমি বলব, ‘দাগি’ দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবারে দেখার মতো সিনেমা। ‘দাগি’–তে যে গল্প বলার চেষ্টা করা হয়েছে, যেভাবে বলার চেষ্টা করা হয়েছে, আমার বিশ্বাস দেশের দর্শকরা এ ধরণের গল্পই দেখতে চায়।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার। এসব দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত–দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। সেন্সর সার্টিফিকেট পাওয়ায় সেই আনন্দ আরও বেড়ে গেছে তাদের। কারণ ঈদের দিন থেকে সারা দেশে সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা নেই।

সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প বলা হবে দাগি সিনেমায়। এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে জানিয়েছেন নির্মাতা শাহীন।

এমআই/এলএআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version