Site icon Amra Moulvibazari

শিক্ষার্থীদের ১২০ কোটি টাকা আটকে রেখেছে শিউরক্যাশ | SureCash Scam

শিক্ষার্থীদের ১২০ কোটি টাকা আটকে রেখেছে শিউরক্যাশ | SureCash Scam

অ্যাকাউন্ট পেন্ডিং রেখে শিক্ষার্থীদের ১২০ কোটি টাকা আটকে রেখেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি শিওর ক্যাশ। জাতীয় পরিচয় পত্র ছাড়াই হিসাব খোলা আবার এক এনআই!ডি দিয়ে একাধিক হিসাব খোলার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও মোবাইল ফিনান্সিয়াল সার্ভসেস নীতিমালা ভঙ্গের আরো কিছু প্রমাণ মিলেছে। এইসব ইনিয়মের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায় নি। নীতিমালা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের।

মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু এই আইনের তোয়াক্কা করছে না শিউরক্যাশ। প্রতিষ্ঠান্টির দুই কোটি গ্রাহকের মধ্যে প্রায় ষাট লাখেরই নেই জাতীয় পরিচয়পত্র। এমনকি এক এনআইডীতে খুলা হয়েছে একাধিক হিসাব।

শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে এসেছে প্রায় ১০ হাজার এজেন্টের নেই জাতীয় পরিচয়পত্র।

শিউরক্যাশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ শিক্ষার্থীদের বৃত্তির টাকা আটকে রাখা। বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা যায় প্রতিষ্ঠানটির প্রায় ১৯ লাখ অ্যাকাউন্ট পেন্ডিং। সেখানে ২০১৬ সাল থেকে আটকে আছে ১২০ কোটি টাকা। যা জানানো হয় নি সইংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।

এ বিষয়ে শিউর ক্যাশ আনুষ্ঠানিকি কোনো বক্তব্য দেয় নি। রূপালি ব্যাংকের পার্টনার হিসেবে প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তির টাকা বিতরণ করে শিউরক্যাশ। টাকা আটকে থাকার বিষোয়ে তারাও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয় নি।

পেন্ডিং অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন, গ্রাহকের হিসাব থেকে জমার অতিরিক্ত টাকা তুলে নেয়া সহ এজেন্টের হিসাবেও পাঁচ কোটি টাকা গড়মিল পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

শিউরক্যাশের এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।


আরো পড়ুনঃ ভারতীয় সীমান্তের ভেতরে জায়গা দখল করে গ্রাম তৈরী করলো চীন!

নির্বাচনে হেরে কান ধরে উঠবস করলেন কাউন্সিলর প্রার্থী

যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাস ও বর্ণবাদ নিয়ে মনযোগী হওয়া; তথ্যমন্ত্রী

সেরাম ছাড়াও অন্য ভ্যাকসিন আনার চেষ্ঠা চলছে; স্বাস্থ্যমন্ত্রী

Exit mobile version