Site icon Amra Moulvibazari

৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাসুদ-রৌশন

৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাসুদ-রৌশন


৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দিনব্যাপী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়।

রোববার (২৩ মার্চ) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নব-নির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাত দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এমআইএন/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version