Site icon Amra Moulvibazari

শিল্পকলায় প্রথমবারের মতো চাঁদরাতে আনন্দ অনুষ্ঠান

শিল্পকলায় প্রথমবারের মতো চাঁদরাতে আনন্দ অনুষ্ঠান


এবারের ঈদুল ফিতর উদযাপনকে আরও আনন্দময় করতে আয়োজন করা হচ্ছে ‘চাঁদ রাতে’ নামের একটি অনুষ্ঠান। যা প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে হতে যাচ্ছে।

আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক আয়োজন। গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে অনুষ্ঠানের ফটোকার্ড শেয়ার করেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি ক্যাপশনে লেখেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি।

ফটোকার্ড থেকে জানা যায়, আগামী ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এটি দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। নেটিজেনদের এক অংশ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে লেখেন, সিম্পলি ফাটাফাটি আইডিয়া। তবে অনেকে এ আয়োজন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version