Site icon Amra Moulvibazari

দুই মেয়েকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যা | Sirajganj

দুই মেয়েকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যা | Sirajganj

স্বামীর লালু ফকিরের সাথে ঝগড়া করে দুই মেয়েকে বিষপান করিয়ে স্ত্রী জাহানারা আত্মহত্যা করেছেন । । রোববার (১৮ জানুয়ারি) উপজেলার ডায়া নতুন পাড়া গ্রাম থেকে উভয়ের লাশ উদ্ধার করা হয় । ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে কাপড় ব্যবসায়ী লালু ফকির সাথে তার স্ত্রী জাহানারা বেগম এর সাথে ঝগড়া হয়। পরে জাহানারা বেগম (৩৫) দুই মেয়ে রাজিয়া বেগম (২২) ও লাবনীকে (১১) নিজের দুই মেয়েকে কৌশলে বিষপান করান এবং নিজেও তা পান করেন।

পরে ছোট মেয়ে বাবাকে ফোন করে জানায় , তিনি ছুটে এসে তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মা এবং মেয়েদের উভয়কেই মৃত ঘোষণা করেন। রাজিয়া বেগম বিবাহিত ও অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

শাহজাদপুর থানার ওসি জনাব শাহিদ মাহমুদ খান বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য । ময়নাতদন্ত শেষে আমরা মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে পারবো ।

Exit mobile version