Site icon Amra Moulvibazari

আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ!

আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ!

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে চলছে ট্রাম্পের কট্টর সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ।

সামাজিকই যোগাযোগ মাধ্যমে ডাক দিয়ে স্থানীয় সময় রববার ছোট ছোট দল নিয়ে তারা বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন। বেশিরভাগেরই হাতে ছিল আগ্নেয়াস্ত্র।

কালো রঙয়ের পোশাক পরা এবং টিয়ারশেল এড়াতে মুখে ভারী মাস্ক ব্যবহার করেন কেউ কেউ। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের উপস্থিতি থাকা সত্ত্বেও প্রশাসনিক ভবন গুলোর বাইরে জড়ো হতে থাকেন তারা।

তাদের হাতে ছিল জো বাইডেন বিরোধী স্লোগান লেখা বেশ কিছু ব্যনার। এর বাইরে টেক্সাস, অরিগন, মিশিগান এবং ওহাইয়োসহ কিছু রাজয়ে গভর্নর দপ্তরের বাইরে জড়ো হন ট্রাম্পের কট্টর সমর্থকরা।

এর আগে জও বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সশস্ত্র হামলার শঙ্কার কোথা জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

Exit mobile version