Site icon Amra Moulvibazari

১০ দিন পর মামলা হচ্ছে সেই রিন্টুর বিরুদ্ধে

১০ দিন পর মামলা হচ্ছে সেই রিন্টুর বিরুদ্ধে


রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত মো. গোলাম মোস্তাকিম রিন্টুকে (৬২) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, জবানবন্দি নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ৫৪ ধারায় এরই মধ্যে অভিযুক্ত রিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুক্তভোগী তরুণীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগের ভিত্তিতেই রিন্টুকে গ্রেফতার করা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, গত ১ মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুর থানার লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে চায়ের দোকানে ধূমপান করছিলেন দুই তরুণী। তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রেফতার মো. গোলাম মোস্তাকিম রিন্টু তাদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিন্টু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং শারীরিকভাবে লাঞ্চনার চেষ্টা করে।

এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড় হন। সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানার টহল দল সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টিটি/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version