ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা তদন্তে প্রমাণিত হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে সরকার। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সকালে রাজধানীর ওয়াসা হলে বিল কালেকশন আদানপ্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জবাবে তিনি এই কথা বলেন। জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী বলে খালগুলো উদ্ধার অ পুনঃখননের কাজ চলছে। শীঘ্রই জনগণ এর সুফল পাবে বলে আশাবাদী তিনি।
তাজুল ইসলাম বলেন দুর্নীতি একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এটি সরকারের অনেক অর্জন ম্লান করে দেয়। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
আরো পড়ুনঃ গভীর রাতে আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক-প্রেমিকা
মৌলভীবাজারে দুই মহিলা কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচারনা নিয়ে দন্ধ : আহত-১ | Moulvibazar