Site icon Amra Moulvibazari

ভারতের ১০ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু | Bird Flu

ভারতের ১০ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু | Bird Flu

{"source_sid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1610665848878","subsource":"done_button","uid":"FE92FBD4-ED78-4720-9FC2-E43CA47A048E_1610665848871","source":"other","origin":"gallery"}

ভারতের ১০ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্ল । সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রাজস্থান । এবং দিল্লিতে । দিল্লিতে এরিমাঝে খোলাবাজারে মুর্গির মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে । এখন পর্যন্ত বার্ড ফ্লুর প্রকোপ দক্ষিণ , পশ্চিম এবং উত্তর ভারতের রাজ্যগুলিতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ।

পূর্ব ভারতে এখনও প্রকোপ দেখা না দিলেও , আগে থেকেই সতর্ক রয়েছে রাজ্য সরকার । পশ্চিমবঙ্গেও সতর্কতা জারি করা হয়েছে । ভারতের প্রায় তিন কোটি মানুষ পোলট্রি অর্থনীতির উপর নির্ভরশীল ।

অর্থাৎ , পোলট্রির উপর নির্ভর করে দেশের তিন কোটি মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন । এমন অবস্থায় দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাতটি ।

Exit mobile version