Site icon Amra Moulvibazari

নতুন ছাত্রসংগঠনের কমিটি নিয়ে হাতাহাতি, আহত ২ শিক্ষার্থী ঢামেকে

নতুন ছাত্রসংগঠনের কমিটি নিয়ে হাতাহাতি, আহত ২ শিক্ষার্থী ঢামেকে


‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের কমিটি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের মিশু আলি (২৫) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের মো. আকিব আল হাসান (২৬)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

আরও পড়ুন

তাদের হাসপাতালে নিয়ে আসা নাহিদ ইসলাম জাগো নিউজকে বলেন, নতুন ছাত্রসংগঠনের উত্তরা জোনে শিক্ষার্থীরা বৈষম্যের প্রতিবাদে স্লোগান দিতে গেলে অন্যান্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে দুজনকে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাবির মধুর ক্যান্টিনে সামনে থেকে আহত হয়ে দুইজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version