Site icon Amra Moulvibazari

পূর্ণ মেয়াদ শেষ করেই ক্ষমতা ছাড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | Trump Impeached

পূর্ণ মেয়াদ শেষ করেই ক্ষমতা ছাড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | Trump Impeached

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র এক সপ্তাহ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ । কিন্তু নিজ প্রশাসনের শেষ মুহূর্তে এসে ক্যাপিটল হিলে হামলার জেরে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন তিনি ।স্থানীয় সময় বুধবার তার অভিশংসনের পক্ষে প্রস্তাব সর্বসম্মতিক্রমে পা হয় মার্কিন প্রতিনিধি পরিষদে ।

যাতে দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন রিপাবলিকান বেশ কয়েকজন নেতাও ।প্রস্তাবটি সিনেটে যাবে আগামী ১৯ জানুয়ারির পর । আর সে প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় , পূর্ণ মেয়াদ শেষ করেই ক্ষমতা ছাড়ছেন ট্রাম্প । গণতন্ত্রের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্র আবারো গড়লো নতুন রেকর্ড ।

গেল সপ্তাহে ক্যাপিটল ভবনে হামলার জেরে ফের অভিশংসনের মুখে পড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ফলে তিনিই হলেন মার্কিন ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট , যিনি দুই দফায় অভিশংসিত হলেন ।

মার্কিন স্থানীয় সময় বুধবার ট্রাম্পকে ২৩২-১৯৭ ভোট ট্রাম্পকে অভিশংসনের সিদ্ধান্ত নেন কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা । যাতে ভোট দেন ১০ জন রিপাবলিকান নেতাও ।সহিংস বিদ্রোহে উসকানি দেওয়ার জন্য দায়ী করে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে পাস হয় প্রস্তাবটি ।

তবে প্রতিনিধি পরিষদে পাস্ হওয়া এই প্রস্তাব আগামী ১৯ জানুয়ারির পর যাবে উচ্চকক্ষ সিনেটের শুনানিতে । ১০০ সদস্যের সিনেটে দুই – তৃতীয়াংশ সদস্য সম্মতি দিলেই রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হবেন ট্রাম্প ।তবে শুনানির একদিন পরেই শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন । আর শুনানির প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্তই হয়তো নিজ পদে থাকবেন ট্রাম্প ।

Exit mobile version