Site icon Amra Moulvibazari

বাংলাদেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ | Onion Import

বাংলাদেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ | Onion Import

সাড়ে তিন মাস বন্ধ থাকার পর গত শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে সাড়ে ৭০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

আমদানি কৃত পেঁইয়াজের বিক্ররয় মূল্য কেজি প্রতি ৩৮-৪০ টাকা ধরায় এখনো বাজারজাত হয় নি। তবে দেশি পেঁয়াজের চাহিদা বেশি ও দাম প্রতি কেজি ২৫ থেকে ২৮ টাকা। এতে বিক্রেতারা ভারতীয় পেঁয়াজ কিনছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পেঁয়াজ আমদানির মধ্য দিয়ে ভারতে আটকে থাকা এলসির টাকা আসতে থাকায় সন্তুষ্ঠ আমদানিকারকরা। তবে ব্যবসায়ীদের মতে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে ক্ষতিগ্রস্থ হবে কৃষক ও আমদানিকারক উভয়েই।

বছরে পেঁয়াজের ঘাটতি রয়েছে বলে জানিয়ে কৃষি অফিসও বলছে ভরা মৌসুমের পরেই পেঁয়াজ আমদানি করলে কৃষকেরা উপকৃত হতো।

Exit mobile version