Site icon Amra Moulvibazari

দেশের ১৮-৪০ বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক

দেশের ১৮-৪০ বছর বয়সীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক


ভারতের আগ্রাসন দমাতে দেশের ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালবাগ থানার সহ-সমন্বয়ক ও সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠক রায়হান আহমেদ হিমেল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাখোর আলী বাজারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রায়হান আহমেদ হিমেল বলেন, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষার জন্য যুবকদের সামরিক প্রশিক্ষণের বিকল্প নেই। এরইমধ্যে আমরা অন্তর্বর্তী সরকারকে চাপ সৃষ্টি করেছি। আশা করছি পর্যায়ক্রমে দ্রুত এ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, দেশ ও সার্বভৌমত্বের মূল মালিক জনগণ। তাই সব বৈদেশিক চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। বিশেষ করে হাসিনার কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনামলে সম্পাদিত জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব পরিপন্থি সব বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে প্রতিরক্ষা ও সংবেদনশীল চুক্তির গোপনীয়তা রাখা যাবে।

পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গে রায়হান আহমেদ বলেন, ‘ভারত ভালোবাসে শুধু আওয়ামী লীগকে। বাংলাদেশকে তারা কখনোই ভালোবাসেননি। এজন্যই তারা এমন আগ্রসন চালাচ্ছেন।’

সংবাদ সম্মেলনে সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আল মুজাহিদ লিঠু বলেন, সীমান্ত এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা দেশের সরকার কূটনৈতিকভাবে সমাধান করতে পারে। এতে সীমান্তে শান্তি নিশ্চিত হবে।

এসময় উপস্থিত ছিলেন সীমান্ত এলাকার অর্ধশত স্থানীয় বাসিন্দা।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version