Site icon Amra Moulvibazari

টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে উঠলো আর্সেনাল

টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে উঠলো আর্সেনাল


ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে লিভারপুল অনেক বড় ব্যবধান নিয়ে বসে আছে। লড়াই চলছে দ্বিতীয় স্থান নিয়ে। কখনো চেলসি, কখনো আর্সেনাল বা কখনো নটিংহ্যাম ফরেস্ট একে অপরকে ঠেলে উঠে আসছে দ্বিতীয় স্থানে।

তবে বুধবার রাতে ঘরের মাঠে আরেক শক্তিশালী দল টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠলো আর্সেনাল। পেছনে ফেলে দিলো নটিংহ্যাম ফরেস্টকে। আগেরদিন ম্যানসিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে উঠেছিলো নটিংহ্যাম।

২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় নটিংহ্যাম ফরেস্ট। ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

তবে গানারদের কাছে এই হারে টটেনহ্যামের নিজেদের দায়ই বেশি। ডোমিনিক সোলাঙ্কি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দিয়ে পরাজয় ত্বরান্বিত করেন।

তবে যেভাবেই হোক, আর্সেনালের জয়টা খুব প্রয়োজন ছিল। ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে তারা। এরপর ম্যানইউর কাছে টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে গানারদের।

প্রিমিয়ার লিগেও ছিল অনেক পিছিয়ে। মৌসুমটাই মাটি হতে যাচ্ছিলো তাদের। তবে, টটেনহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখলো মিকেল আর্তেতার শিষ্যরা।

২৫ মিনিটেই দক্ষিণ কোরিয়ান তারকা সন মিউং মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। এরপর ৪০তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডোমিনিক সোলাঙ্কি। ম্যাচের ৪৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। এই গোলটিই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে কেউ আর কারো জালে বল জড়াতে পারেনি।

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version