Site icon Amra Moulvibazari

বাটলার আরও দুই বছর, ক্যাবরেরা ১৬ মাস

বাটলার আরও দুই বছর, ক্যাবরেরা ১৬ মাস


ইংল্যান্ডের পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবলের কোচ থাকছেন তা অনুমেয়ই ছিল। তবে অনিশ্চয়তার দোলাচলে ছিল পুরুষ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভাগ্য। শেষ পর্যন্ত দুজনের ব্যাপারেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার বাফুফের জরুরি কমিটির সভায় সভাপতি তাবিথ আউয়াল দুই কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির কথা অবহিত করেছেন সদস্যদের। ইংল্যান্ডে অবস্থান করা তাবিথ আউয়াল ভার্চুয়ালি এ সভা করেছেন। সভায় অংশ নেওয়া এক সদস্য দুই কোচকে রেখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই কোচের চুক্তি দুই রকমভাবে নবায়ন করছে বাফুফে। জাতীয় দলের কোচ ক্যাবরেরার সঙ্গে নতুন চুক্তি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ১৬ মাসের জন্য চুক্তি বৃদ্ধি করা হয়েছে তার। মূলত এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত থাকবেন গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা এই কোচ।

বাফুফের এলিট একাডেমির কোচ পিটার বাটলারকে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে। তার নেতৃত্বেই বাংলাদেশ ধরে রেখেছে সাফ শিরোপা। দলের কিছু ফুটবলার পিটারের বিরুদ্ধে অবস্থান নিলেও বাফুফে তাতে গুরুত্ব দেয়নি। যোগ্যতার বিচারেই পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।

ক্যাবরেরার সঙ্গে চুক্তি ১৬ মাসের হলেও পিটার বাটলারের সঙ্গে বাফুফের নতুন চুক্তি দুই বছরের। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাবিনাদের দায়িত্বে থাকবেন তিনি। নারী ফুটবল দলের সামনে সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। সেই মিশনে ইংলিশ কোচ পিটার বাটলারকেই পাচ্ছে মেয়েরা।

স্থানীয় কোচদের অধীনে বৃহস্পতিবার শুরু হচ্ছে সিনিয়র মেয়েদের অনুশীলন। বাটলার ছুটি কাটিয়ে ফিরবেন ফেব্রুয়ারিতে। মার্চে ফিফা প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা। প্রতিপক্ষ ঠিক হয়নি। ১৩ দেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাফুফে।

আরআই/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version