Site icon Amra Moulvibazari

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, যুবদল কর্মী নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, যুবদল কর্মী নিহত


চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না (২০) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না নির্মাণ সামগ্রী সাপ্লাই ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। সেখানে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হন কামরুল হাসানের একজন কর্মী। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। এসময় মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন গলিতে যুবদল কর্মী জাহেদ হোসেন মুন্না গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই পৌরসভা যুবদল কর্মী রিয়াদ হোসাইন জানান, মেলায় দুই পক্ষের কথা কাটাকাটি হয়, প্রতিপক্ষের হামলায় মুন্না নিহত হন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না নামের একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, মুন্না নামে একজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন ও যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের আধিপত্য বিস্তার থেকেই ঘটনার সূত্রপাত।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version