Site icon Amra Moulvibazari

রাতে ডেকে নিয়ে যাওয়ার পর সকালে মিললো নাক-কান কাটা মরদেহ

রাতে ডেকে নিয়ে যাওয়ার পর সকালে মিললো নাক-কান কাটা মরদেহ


সুনামগঞ্জের শান্তিগঞ্জে মনির হোসেন (৩০) নামে এক যুবকের নাক-কান কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের বোরো জমি থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ৷

পুলিশ জানায়, শনিবার রাতে দুইজন লোক মনির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়ি না ফেরায় সকালে পরিবার ও গ্রামের লোকজন খোজাঁখুজি শুরু করে। এক পর্যায়ে উপজেলার উকারগাঁও গ্রামের বোরো জমিতে নাক-কান কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে৷

লিপসন আহমেদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version