Site icon Amra Moulvibazari

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জানুয়ারি ২০২৫


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৮০ ডলার ছাড়ালো

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এতে রাশিয়ার ক্রুড সরবরাহের ক্ষেত্রে সংকট বাড়তে পারে। এমন আশঙ্কায় শুক্রবার (১০ জানুয়ারি) বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।

চীনে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

চীনের উত্তর-পশ্চিমের একটি শহরে এক কিশোরের মৃত্যুর ঘটনায় সহিংস বিক্ষোভের সূত্রপাত হয়েছে। যাচাইকৃত ভিডিওর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

সোনার চাহিদা কমেছে ভারতে

ভারতে সোনার দাম বেড়েছে। এতে মূল্যছাড়েও ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা। যদিও এশিয়ার অন্যান্য বাজারে নতুন বছরের উৎসবকে কেন্দ্র করে সোনার চাহিদা বেড়েছে।

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুত কমে ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুত ডিসেম্বরে টানা তিন মাসের মতো কমেছে। এতে দেশটিতে পাম অয়েলের মজুত ২০২৩ সালের মে মাসের পর কমে সর্বনিম্ন হয়েছে। বন্যার কারণে উৎপাদন কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, ৬ হাজার কোটি ডলারের ক্ষতির শঙ্কা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে শহরে ৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের হিসাবে এই তথ্য উঠে এসেছে।

টিউলিপের বিকল্প ভাবছে লেবার পার্টি

মন্ত্রীত্ব হারাতে পারেন ফ্ল্যাটকাণ্ডে অভিযুক্ত যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে টিউলিপের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছে তার দল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজধানী বদলাচ্ছে ইরান

রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। মূলত জনসংখ্যার পাশাপাশি পানি-বিদ্যুতের সংকটও বাড়ছে বর্তমান রাজধানী তেহরানে। আর এমন পরিস্থিতি মোকাবিলার জন্য়ই রাজধানী বদলানোর সিদ্ধান্ত নিয়েছে খামেনির দেশ।

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৩৭৮ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে: ডোনাল্ড ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হবে। যার আয়োজন চলছে। এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে কবে নাগাদ এই দুই বিশ্ব নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে তার কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version