Site icon Amra Moulvibazari

শুটিংয়ে ভাঙচুর, চেয়ে চেয়ে দেখলেন হানিফ সংকেত

শুটিংয়ে ভাঙচুর, চেয়ে চেয়ে দেখলেন হানিফ সংকেত


জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিংয়ের সময় দর্শকদের মধ্যে মারপিট ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল ৯ জানুয়ারি সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে এ ঘটনা ঘটে।

শুটিং শুরুর কিছুক্ষণ পর চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুক ও ইউটিউব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অসহায় চোখে চেয়ে চেয়ে ভাঙচুর দেখছেন হানিফ সংকেত। এ নিয়ে শুরু হয়েছে নানান রকম আলোচনা।

এ প্রসঙ্গে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রানীশংকৈল উপজেলায় টংকনাথের রাজবাড়ি নামে একটি জমিদারবাড়ি আছে, যেটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেখানেই পরবর্তী ইত্যাদির শুটিং করতে গিয়েছিল টিম ইত্যাদি। শুটিংয়ের আগে ৮ হাজার প্রবেশ পাস দেওয়া হয়। সেখানে ছিলেন পুলিশ ও সেনাবাহিনী। হানিফ সংকেত বলেন, ‘শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড। পাঁচ লাখের বেশি বেশি মানুষ। এত মানুষকে কোথায় বসতে দেব? লোকজন বাঁশের ব্যারিকেড ভেঙে ঝাঁপিয়ে পড়ল, ম্যাসাকার অবস্থা। ওখানে নারী আছেন, শিশু আছে, আছেন বিভিন্ন বয়সী মানুষ। ঝামেলা শুরু হয়ে গেল। পুলিশ থামানোর চেষ্টা করছিল, আমিও করছি, অস্থির অবস্থা। কেউ কেউ চেয়ার ছোঁড়াছুড়ি করছিল!’

এই ঘটনায় ইত্যাদির দৃশ্যধারণ বন্ধ করে দেওয়া হয়। সবাইকে জানানো হয়, অনুষ্ঠান হচ্ছে না। আপনারা শান্ত হন। পরিস্থিতি শান্ত হলে রাত ৯টা ৩০ মিনিটে দৃশ্যধারণ শুরু হয়, চলে রাত ১২টা পর্যন্ত। ঘটনা প্রসঙ্গে হানিফ সংকেত আরও বলেন, ‘আমরা আসলে পরিস্থিতির শিকার। আমরা বুঝিনি যে, এত লোক হবে। কর্তৃপক্ষও বোঝেনি যে এত লোক হবে। আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল।’

অন্য এক সূত্রকে হানিফ সংকেত বলেছেন, আসলে সেটা হামলার ঘটনা ছিল না। রাণীশৈংকল জমিদারবাড়িতে অনুষ্ঠানের শুটিংয়ে দর্শক ধারণের জায়গা ছিল মাত্র ৬-৭ হাজার। কিন্তু ২-৩ লাখ মানুষ এসে হাজির হয়। ইত্যাদির প্রতি ভালবাসার কারণে এত দর্শক এসেছিলেন। আমরা তাদের জায়গা দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।

‘ইত্যাদি’র সাম্প্রতিক পর্বগুলোর শুটিং করা হচ্ছে দেশের ঐতিহ্যবাহী কোনো না কোনো স্থানে। তারই ধারাবাহিকতায় এবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের টংকনাথ জমিদারবাড়ি বেছে নেওয়া হয়। এই পর্বটি দেখানো হবে ৩১ তারিখ।

এমএমএফ/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version