Site icon Amra Moulvibazari

বিসিবির কাছে কোটি টাকা চেয়েছে দাবা ফেডারেশন

বিসিবির কাছে কোটি টাকা চেয়েছে দাবা ফেডারেশন


দেশের শীর্ষস্থানীয় ৮জন সম্ভাবনাময় পুরুষ খেলোয়াড় ও জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষ কয়েকজন খেলোয়াড়কে ২০২৫ সালে দেশে বিদেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

বছরব্যাপি তাদের প্রশিক্ষণের ব্যবস্থার পরিকল্পনা করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। নতুন গ্র্যান্ডমাস্টার বের করে আনার জন্য বড় ধরনের এই পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ফেডারেশন সহযোগিতার আবেদন করেছে দেশের সবচেয়ে ধনাঢ্য ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। বিসিবির কাছে তারা এক কোটি টাকা চেয়েছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান সুমন স্বাক্ষরিত এ আবেদন বিসিবিতে পাঠানো হয়েছে ৭ জানুয়ারি। সেখানে দাবা ফেডারেশন বেশ কয়েকটি পরিকল্পনার কথা উল্লেখ করেছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. তৈয়বুর রহমান জাগো নিউজকে বলেছেন, ‘দুইদিন আগে বিসিবির কাছে আমরা কোটি টাকা আর্থিক পৃষ্ঠপোষকতা চেয়ে চিঠি দিয়েছি। আমরা প্রত্যাশা করছি, এই পৃষ্ঠপোষকতা পেলে আমরা দীর্ঘ ১৬ বছর পর আরেকজন গ্র্যান্ডমাস্টার পাবো।’

দাবা ফেডারেশন যেসব খেলোয়াড়ের উন্নতির জন্য বিসিবির কাছে আর্থিক পৃষ্ঠপোষকতা চেয়েছেন তারা হলেন- জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, জাতীয় রানার-আপ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও অনত চৌধুরী। নারীদের মধ্যে আছেন মহিলা ফিদেমাস্টার নওশিন আনজুমসহ কয়েকজন।

২০২৫ সালে দাবার যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণের পরিকল্পনা করেছে ফেডারেশন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ফেব্রুয়ারিতে মন্টেনেগ্রোতে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ, মার্চে হাঙ্গেরিতে দুটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, একই মাসে শ্রীলংকায় জোনাল চেস চ্যাম্পিয়নশিপ, মে মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, একই মাসে থাইল্যান্ডে ব্যাংকক ওপেন, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ওপেন চ্যাম্পিয়নশিপ এবং আগস্টে আরো দুটি ওপেন টুর্নামেন্ট।

এ ছাড়া শীর্ষ স্থানীয় খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য বিদেশ থেকে কোচ আনার পরিকল্পনাও আছে ফেডারেশনের। ঢাকায় দুই মাস বিদেশি কোচ দিয়ে এই কোচিং প্রগ্রাম করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version