Site icon Amra Moulvibazari

ভারত সীমান্তে উদ্ধার বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ভারত সীমান্তে উদ্ধার বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ


দুদিন পর বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৬০) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে মরদেহটি হন্তান্তর করা হয়। বাল্লা সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হন্তান্তর করে।

নিহত জহুর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার ছেলে।

এর আগে নিখোঁজের পরদিন ৭ জানুয়ারি ভারত সীমান্তে জহুর আলীর মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশ। তিনি পেশায় একজন নিরাপত্তাপ্রহরী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (৪ জানুয়ারি) পাঁচ দিনের ছুটিতে নিজ বাড়ি পশ্চিম ডুলনায় আসেন জহুর আলী। পরদিন সন্ধ্যায় বাড়ি থেকে লুঙ্গি বিক্রির জন্য বের হন। পরে অনেক সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। ৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানা যায়, ভারতের সীমান্তবর্তী গৌড় নগর এলাকায় একটি মরদেহ পড়ে আছে। পরে মরদেহটি ভারতের খোয়াই টাউন পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই টাউন সরকারি হাসপাতাল মর্গে পাঠায়।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, জহুর আলীর দেহে গুরুতর কোনো জখম নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version