Site icon Amra Moulvibazari

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত দুইদিনব্যাপী গানের সন্ধ্যা

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত দুইদিনব্যাপী গানের সন্ধ্যা


সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ৯ ও ১০ জানুয়ারি দুই দিনব্যাপী ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয়েছে গানের এই আসরের।

আজ ৯ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হবে ঠুমরি গানের আসর। সেখানে চৈতি, কাজরি, সাদরা ও ধুন পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সুপ্রিয়া দাশ, অভিজিৎ কুণ্ডু ও সুস্মিতা দেবনাথ (শুচি)। শিল্পীদের সঙ্গে সারেঙ্গি বাজাবেন শৌণক দেবনাথ ঋক এবং সরোদে থাকবেন শিল্পী ইসরা ফুলঝুরি খান।

তাদের তবলায় সহযোগিতা করবেন ইফতেখার আলম প্রধান এবং হারমোনিয়ামে থাকবেন বিজন চন্দ্র মিস্ত্রী। শিল্পীরা বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের অগ্রজ স্কলার।

আগামীকাল শুক্রবার, ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় হবে রবীন্দ্রসংগীতের আসর। সেখানে রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন শিল্পী লাইসা আহমদ লিসা ও তাহমিদ ওয়াসীফ ঋভু।

বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেজওয়ানুল কামাল চৌধুরী বলেন, ‘বৈঠকী ঢঙ্গে অনুষ্ঠিত হবে গানের আসরগুলো। সংগীত পিপাসুদের জন্য এটি উন্মুক্ত। আশা করছি উপভোগ্য দুটি সন্ধ্যা কাটবে।’

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version