Site icon Amra Moulvibazari

গাইবান্ধায় চলছে ব্যাটারিচালিত যানবাহন চালকদের কর্মবিরতি

গাইবান্ধায় চলছে ব্যাটারিচালিত যানবাহন চালকদের কর্মবিরতি


সপ্তাহে ৩ দিন ইজিবাইক ও অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকদের সকাল-সন্ধ্যা কর্মবিরতি চলছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা’র ডাকে বুধবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, শহরের প্রবেশমুখে অটোরিকশা ও ইজিবাইক ঢুকতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের নামিয়ে দিয়ে রিকশা ও ইজিবাইক ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। এছাড়া স্কুলের শিক্ষার্থীরা বিপাকে পড়ছে।

গাইবান্ধা পৌর প্রশাসন শহরের যানজট নিরসনে সপ্তাহে তিনদিন ইজিবাইক ও অটোরিকশা দুইভাগে চালানোর সিদ্ধান্ত নেয়। এরই প্রতিবাদে ব্যাটারিচালিত যানবহন চালকরা এই কর্মসূচি দেন।

চালকদের দাবিগুলো হচ্ছে- গাইবান্ধা পৌরসভায় ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, মিশুক ও ইজিবাইক চলাচলে পৌরসভার অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট বিআরটিএ কর্তৃক প্রদান ও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, গাইবান্ধা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণ করে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইজিবাইক স্ট্যান্ড নির্মাণ এবং বার্ষিক পৌর ফি ১ হাজার টাকা নির্ধারণ, গাইবান্ধা পৌরসভার টোকেন ও প্লেট বাণিজ্য, জুলুম হয়রানি বন্ধ কর পৌরসভায় চলাচলকারী চালকদের স্বল্পমূল্যে রেশনের ব্যবস্থা করা এবং প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইকসহ স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণ করা।

এ এইচ শামীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version