Site icon Amra Moulvibazari

শেকৃবিতে র‌্যাগিং হলে কঠোর ব্যবস্থা: উপাচার্য

শেকৃবিতে র‌্যাগিং হলে কঠোর ব্যবস্থা: উপাচার্য


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও বুলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

এছাড়াও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত ৮৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৪ প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা একে অপরের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে চলবে, যেন ক্যাম্পাসে শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকে। কারণ আগামীতে তোমরাই শেরেবাংলার গ্র্যাজুয়েট হিসেবে কৃষির নেতৃত্ব দেবে। এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই বিএসসি অনার্স ডিগ্রি শেষ করার প্রতিশ্রুতি দেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ নবীন শিক্ষার্থীরা।

সাইদ আহম্মদ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version