Site icon Amra Moulvibazari

গাইবান্ধা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস, সেক্রেটারি শাওন

গাইবান্ধা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস, সেক্রেটারি শাওন


গাইবান্ধায় ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মনোনয়ন ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রীয় সংগঠনের পরামর্শে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ফেরদৌস সরকার রুম্মান এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটে সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাওন হাসান।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ডেভিট কোম্পানি পাড়ায় গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে জেলা সাথী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় ২০২৫ সেশনের জন্য ফেরদৌস সরকার রুম্মানকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন ও শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মিজবাহুল করিম। এছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে নব মনোনীত সভাপতি ফেরদৌস সরকার রুম্মান শাখা সেক্রেটারি হিসেবে শাওন হাসানকে নির্বাচিত ঘোষণা করেন।

সমাবেশে কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মিজবাহুল করিমের নেতৃত্বে কেন্দ্রীয় পরিবেশ ও সমাজসেবা সম্পাদক ডা. মুক্তাদির বিল্লাহ এবং রংপুর মহানগর সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য গোলাম জাকারিয়া এতে উপস্থিত ছিলেন।

সমাপনী সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মিজবাহুল করিম সাথীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি ওবায়দুল হক, গাইবান্ধা শহর জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি আবু হাসান আকন্দ, সাবেক জেলা সভাপতি আরিফুল ইসলাম মুজাহিদ, সাবেক জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট জাহিদ হাসান খান।

পরিশেষে নব মনোনীত শাখা সভাপতি রুম্মান সরকার ফেরদৌস দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ এইচ শামীম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version