Site icon Amra Moulvibazari

বায়ুদূষণরোধে বিশেষ অভিযান, ৩৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা

বায়ুদূষণরোধে বিশেষ অভিযান, ৩৭ লাখ ৩২ হাজার টাকা জরিমানা


 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযানে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সারাদেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, অবৈধ পলিথিন এবং খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বায়ুদূষণ রোধে আজ দেশের বিভিন্ন স্থানে সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়াও পলিথিন বিরোধী অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি পরিবহন থেকে ৭ হাজার ২০০টাকা জরিমানা আদায় করা হয়। খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার কারণে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনের অপরাধে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড প্রদানসহ কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়।

গত ২ জানুয়ারি থেকে আজ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযানগুলোতে মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

২ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযানগুলোতে মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ সুরক্ষায় কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে পরিবেশ মন্ত্রণালয়।

আরএএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version