এরশাদের জাতীয় পার্টি লাইফ সার্পোটে চলে গেছে মন্তব্য করেছেন বিদিশা এরশাদ । তিনি পার্টির দূর্গ বলে খ্যাত রংপুরে প্রতিষ্ঠা বার্ষিকীতে দায়সারা আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রংপুরের পল্লী নিবাসে পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
আগামীতে তিনি এরিক এরশাদকে নিয়ে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে এক করতে সারাদেশে ভ্রমণের কথাও জানান ।
এ সময় উপস্থিত ছিলেন , এরশাদ পুত্র এরিক এরশাদ , হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাষ্টের চেয়ারম্যান জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদসহ জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ।