Site icon Amra Moulvibazari

ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা ফেরি চলাচল বন্ধ


ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে দুই প্রান্তে শতাধিক মালবাহী ট্রাক আটকে রয়েছে। এর মধ্যে কাজিরহাট প্রান্তেই প্রায় ১০০ ট্রাক আটকে পড়েছে। এছাড়া কাজিরহাট ঘাটে দুটি ফেরিতে ২১টি মালবাহী ট্রাক লোড করা হলেও ছেড়ে যায়নি।

বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশায় নৌপথের মার্কিং পয়েন্ট ঢেকে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়ে। মার্কিং পয়েন্ট একেবারেই অস্পষ্ট থাকায় ফেরিটি ওখানেই আটকে থাকে প্রায় পৌনে এক ঘণ্টা। এরপর ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায় ফেরিটি। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে।

ফখরুজ্জামান বলেন, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরি চালানো হচ্ছিল। কিন্তু সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি।

তিনি বলেন, এখন দুই ঘাটে দুটি করে ফেরি রয়েছে। কাজিরহাট ঘাটে ১৩টি মালবাহী ট্রাক নিয়ে খান জাহান আলী এবং ৮টি মালবাহী ট্রাক ও একটি প্রাইভেটকার নিয়ে কিষাণী ফেরি অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে ফেরিগুলো ছাড়া হবে।

এদিকে পাবনায় তাপমাত্রা সাড়ে ১০ থেকে সাড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও নৌপথে যান চলাচল বন্ধ রাখার মতো তেমন কুয়াশা দেখা যায়নি। ফলে গত এক সপ্তাহে বন্ধ হয়নি পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথে ফেরি চলাচল।

তবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার তীব্রতা বৃদ্ধি পায়। ফলে সপ্তাহ খানেক পর এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।

আলমগীর হোসাইন নাবিল/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version