Site icon Amra Moulvibazari

বর্ষবরণের রাতে কার সঙ্গে সময় কাটালেন আরিয়ান খান

বর্ষবরণের রাতে কার সঙ্গে সময় কাটালেন আরিয়ান খান


বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান বাবার মতো আলোচনায় থাকবেন এটাই তো স্বাভাবিক। তবে কাজ নিয়ে নয়, বেশিরভাগ সময় সংবাদের শিরোনাম হন ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি কখনো নোরা ফাতেহির সঙ্গে, কখনো বা অনন্যা পাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে তুমুল চর্চিত হয়েছেন।

গুঞ্জন ছড়িয়েছে আরিয়ান ব্রাজিলের এক মডেলের প্রেমে পড়েছেন। দীর্ঘদিন ধরে এমন কথা বলিউডে শোনা যাচ্ছে। মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই আলোচিত প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান।

মুম্বাইয়ের এক নৈশপার্টিতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল। সেখানেই আসেন লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাকে ক্যামেরাবন্দি করেন ফটো সাংবাদিকরা। মুহূর্তেই এ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। এমনকি একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি।


লারিসা বোনেসি

আরিয়ান খান নতুন বছরকে বরণ করার পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন। তার উপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে লারিসা গোলাপি রঙের ঝলমলে পোশাক পরেছিলেন। মধ্যরাতে এ পার্টি থেকে বের হন আরিয়ান। মাথা নিচু করে বেরোচ্ছিলেন শাহরুখ পুত্র। ঠিক মতো পা ফেলতে পারছিলেন না।

ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, মাত্রাতিরিক্ত মদ্যপান করে রয়েছেন আরিয়ান। কোনো মতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। একটু এদিক থেকে ও দিক হলে, পড়ে যেতে পারেন তিনি। তবে সে দিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান আরিয়ান। তার পেছন পেছন বের হন তার মদ্যপান করা বন্ধুরা। তারাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ, এমনটাই ভিডিওতে দেখা গেছে।

লারিসাকে ‘গো গোয়া গন’ ও ‘ঠিক্কা’ নামের সিনেমায় দেখা গেছে। অন্যদিকে আরিয়ানও তার কাজ নিয়ে ব্যস্ত। তবে তার পেছনেই থাকতে চান। ওটিটি প্ল্যাটফর্মে তার নির্মিত সিনেমা খুব শিগগিরই মুক্তি পাবে। সিনেমার প্রযোজক গৌরী খান।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version