Site icon Amra Moulvibazari

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রেফতার

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম গ্রেফতার


খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা টিম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নুর আজিমসহ তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নুর আজিম (২৮), ফয়সাল আহমেদ দ্বীপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), কামরুজ্জামান নাঈম (২৫) এবং রানা তালুকদার (২৯)। তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

নুর আজিম খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার শানু মহুরীর ছেলে। কিছুদিন আগে নুর আজিমের ভাই রকিকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং দিয়ে মাদক কারবারি পরিচালনা করতেন নুর আজিম। চাঁদাবাজি এবং মাদক ব্যবসা তার মূল পেশা। মহানগরীর টুটপাড়া এলাকায় তার একচ্ছত্র আধিপত্য রয়েছে। তিনি কৌশলে ভারতীয় ও মালয়েশিয়ার নম্বর ব্যবহার করে নিজ অনুসারীদের সঙ্গে যোগাযোগ করতেন। এ কারণে তার অনুসারীরা নুর আজিম বিদেশে বা ভারতে আছেন বলে প্রচার করতেন।

খুলনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নুর আজিম খুলনা শহরের ১০ জন মাদক গডফাদারদের অন্যতম। তিনি বিভিন্ন সময়ে লাখ লাখ টাকার মাদকদ্রব্য এনে তার লোক দিয়ে বিক্রি করতেন। তার কিশোর বাহিনী এবং মাদক বিক্রির নিজস্ব সিন্ডিকেট রয়েছে। বিভিন্ন জায়গায় তার উপস্থিতি টের পেয়ে অভিযান চালালেও তাকে গ্রেফতার করা কঠিন ছিল।

আরিফুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version