Site icon Amra Moulvibazari

বর্ষসেরা বলাই যায় ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজকে

বর্ষসেরা বলাই যায় ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজকে


এদেশের বিনোদন পিয়াসীরা কয়েক যুগ টিভিনাটকে আচ্ছন্ন ছিলেন। প্রযুক্তির কল্যাণে এখন ওটিটি প্ল্যাটফর্ম টিভির জায়গা দখল করতে যাচ্ছে। কয়েক বছর ধরে দেশের দর্শকদের রুচি ও চিন্তায় পরিবর্তন আনতে শুরু করেছে নতুন এ মাধ্যম। জনপ্রিয়তা পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মের বর্ষসেরা ওয়েব সিরিজ বলা যায় ‘গোলাম মামুন’।

এ বছর দেশের ওয়েব সিরিজগুলোর মধ্যে প্রায় সব শ্রেণির নির্মাতা ও অভিনেতার ছোঁয়া রয়েছে। কেউ কেউ এ প্ল্যাটফর্ম নিয়ে স্বপ্ন দেখছেন। চলতি বছরের বেশ কয়েকটি ওয়েব সিরিজের কথা মনে করিয়ে দেওয়া যাক।

‘গোলাম মামুন’: সাহসী গল্পের এ ওয়েব সিরিজ চলতি বছর বেশ সাড়া ফেলেছে। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। পুলিশ কর্মকর্তা গোলাম মামুনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এর গল্প এ গিয়ে যায়। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এ চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এতে আরও অভিনয় করেছেন, ইমতিয়াজ বর্ষণ, সাবিলা নূর, শার্লিন ফারজানা, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু প্রমুখ।

‘টিকিট’: ২০২৪ সালের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ‘টিকিট’ নামের একটি ওয়েব সিরিজ। রাতে বাস যাত্রার ঘটনা নিয়ে সিরিজটির গল্প এগিয়ে যায়। টাকার লোভে নানান ধরনের অপরাধে দুই বন্ধু জড়িয়ে পড়ে। লোভে পড়ে বাসের অন্য যাত্রীরাও ওদের সঙ্গে জড়িয়ে যায়। এরপর দেখা দেয় বিশৃঙ্খলা।

‘চক্র’: দীর্ঘ ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিল। দেশব্যাপী আলোড়ন তোলা এ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘চক্র’ নামের সিরিজটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। সত্যি ঘটনার ছায়া অবলম্বনে এ ওয়েব সিরিজ নিয়ে তুমুল আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন, তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব।

‘কালপুরুষ’: শোবিজের নতুন নির্মাতা সালজার রহমানের ওটিটি প্ল্যাটফর্মে এটি প্রথম কাজ। ‘কালপুরুষ’ সিরিজটি রাতের বেলা ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত ফারিয়ার খুনিকে খুঁজে বের করার গল্প নিয়ে এগিয়ে যায়। এ সিরিজ দিয়ে দুই বছরের বিরতির পর কাজে ফিরেছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ‘সিন্ডিকেট’। এতে আরও অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, এফ এস নাঈম প্রমুখ।

‘লটারি’: এ সময়ের আলোচিত লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প ‘লটারি’ অবলম্বনে এ সিরিজটি নির্মাণ করা হয়েছে। ভিকি জাহেদ এটি নির্মাণ করেছেন। ছয় পর্বের ক্রাইম-কমেডি ও থ্রিলার ঘরানার সিরিজটিতে অভিনয় করেছেন, সাফা কবির, মনোজ প্রামাণিক, সিয়াম আহমেদ, আবদুল্লাহ আল সেন্টু, মাহমুদ আলম, এ কে আজাদ সেতু প্রমুখ।

‘২ষ’: চলতি মাসেই মুক্তি পেয়েছে নুহাশ হুমায়ূন নির্মিত জনপ্রিয় সিরিজ ‘পেট কাটা য’র দ্বিতীয় সিজন ‘২ষ’। পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে প্রথম পর্ব তৈরি করা হয়েছে। সিরিজটি নির্মাণে মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়কে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন, অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্ট ও রাফায়াতুল্লাহ সোহান প্রমুখ।

‘আধুনিক বাংলা হোটেল’: এ বছর হ্যালোউইন উপলক্ষ্যে মুক্তি পায় ‘আধুনিক বাংলা হোটেল’ নামের সিরিজটি। ৩টি গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করা হয়েছে। এগুলো হচ্ছে, ‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’ ও ‘হাঁসের সালুন’। খাবারের নামে গল্পের নাম দেখেই শুরুতে দর্শক লুফে নিয়েছে। প্রতিটি গল্পে মোশাররফ করিমের উপস্থিতি পর্বগুলোকে দারুণ উপভোগ্য করে তুলেছে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন, সালাউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহা প্রমুখ।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version