Site icon Amra Moulvibazari

পুরস্কার পেলেন খালেদ হোসেন চৌধুরী

পুরস্কার পেলেন খালেদ হোসেন চৌধুরী


আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৪-এ সেরা অভিনেতা ও মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন খালেদ হোসেন চৌধুরী। গত (২৪ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে ৮ম এ আসরের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ বছর এই উৎসবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা, তিন দেশ থেকে ছবি জমা পড়েছিল। উৎসবের আয়োজক প্রযোজনা সংস্থা স্বপ্নের কারিগর। আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি নাট্যকার রাজীব মণি দাস জাগো নিউজকে জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলে উৎসবের কার্যক্রম। বিভিন্ন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে ছবির প্রদর্শনী করা হয়। গত মঙ্গলবার বাংলাদেশের ছবিগুলোকে দেওয়া হয় পুরস্কার।

রাজীব মণি দাস জানিয়েছেন উৎসবে দেশ ও দেশের বাইরে থেকে জমা পড়েছিল ১৫৩টি সিনেমা। সেখান থেকে বাছাই করা ১০ চলচ্চিত্রের মধ্যে ৫ শাখায় ৫ জনকে চূড়ান্ত পুরস্কার দেওয়া হয়। উৎসবে সেরা অভিনেতা খালেদ হোসেন চৌধুরী (ছবি: বিশ্বসুন্দরী), সেরা চিত্রনাট্যকার কনা তেরেজা পালমা (ছবি: প্রায়শ্চিত্ত), সেরা চলচ্চিত্র নির্মাতা মিরুজ খান রাজ (ছবি: মরিচিকা), সেরা সংগীত পরিচালক মীর হাসান স্বপন (ছবি: মায়ের ইচ্ছা) ও সেরা সম্পাদকের পুরস্কার পান দুলাল রহমান (ছবি: সরি)।

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ছিলেন পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান, নাট্যকার ও প্রযোজক ফরিদুল ইসলাম রুবেল, নাট্যকার ও প্রযোজক অপর্ণা রানী রাজবংশী, পরিচালক ও প্রযোজক রাকিবুল হাসান সোহেল, অভিনেতা ও পরিচালক এনায়েত উল্যাহ সৈয়দ। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী সিদ্দিকুর রহমান মিয়া ও অভিনেতা পীরজাদা শহীদুল হারুন।

অভিনেতা ও মডেল হিসেবে দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন খালেদ হোসেন চৌধুরী। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে খালিদ হোসেন চৌধুরী বলেন, যে কোনো পুরস্কারই কাজের স্বীকৃতি। সেটা পেলে অবশ্যই ভালো লাগে। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করি। যেকোনো পুরস্কারই কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। এই পুরস্কারের জন্য জুরিবোর্ডসহ এই আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ।

এইচআর/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version