Site icon Amra Moulvibazari

নরসিংদীতে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত

নরসিংদীতে মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত


নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা সুজন (৩১) নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমলাবো ইউনিয়নের বটেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মো. ফয়সাল মোল্লা সুজন বেলাব উপজেলা এলজিইডি অফিসে কর্মরত ছিলেন। তিনি শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। ২০২২ সালে বেলাব উপজেলায় এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফয়সাল মোল্লা মোটরসাইকেলযোগে অফিসিয়াল কাজে বটেশ্বর গ্রামে যাওয়ার পথে উল্লিখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, হাসপাতালে আনার পর তাকে জীবিত পাইনি। তবে ঘটনাস্থলে মারা গেছেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। ২টার দিকে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, উপ-সহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে । দুর্ঘটনার পরপর চালক পালিয়ে যান। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version