Site icon Amra Moulvibazari

‘৫ আগস্টের পর অফিস-আদালতে ঘুস-দুর্নীতি বেড়েছে’

‘৫ আগস্টের পর অফিস-আদালতে ঘুস-দুর্নীতি বেড়েছে’


চাঁপাইনবাবগঞ্জে ৫ আগস্ট গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনের পর ঘুস-দুর্নীতি আরও বেড়েছে। জেলার কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে এমন পরিস্থিতি লক্ষ্য করছেন বলে মন্তব্য করেছেন জেলায় ব্যবসায়ীদের প্রধান সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক পরিচালক। পাশাপাশি তিনি ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় আব্দুল ওয়াহেদ বলেন, ৫ আগস্ট অনেক রক্ত, ত্যাগ-তিতিক্ষার পর এদেশের গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি। আগামী নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা নিয়ে আমরা হতাশাগ্রস্ত। আমাদের জেলায় ৫ তারিখের পর যে ঘুস-দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, তা বন্ধ হয়নি। কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে আমরা লক্ষ্য করেছি আগের তুলনায় ঘুস দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, এত রক্তক্ষয়, এত ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জনকে যারা এই ঘুস-দুর্নীতি দিয়ে নষ্ট করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নেমে আসার অনুরোধ করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়ালসহ অন্যরা।

সোহান মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version