Site icon Amra Moulvibazari

বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু

বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু


সীমান্তবর্তী মুহুরী নদীর সেচ স্কিমের পাম্প মেশিন চালু করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রথমে বাধা দিলেও শেষপর্যন্ত তা চালু হয়েছে। ফলে সেখানকার ১২০ একর জমির বোরো চাষাবাদের অনিশ্চয়তা দূর হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ফেনীর কালিকাপুর গ্রামের কৃষকরা জানান, মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর ওই এলাকার জমিতে বোরো চাষাবাদ করে আসছিলেন তারা। ২৫ ডিসেম্বর চলতি মৌসুমে চাষাবাদের জন্য নদীর পাড়ে সেচ পাম্প বসাতে গেলে বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির কালিকাপুর ক্যাম্পে জানান কৃষকরা।

কৃষক সামছুল আলম বলেন, আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে সেচ স্কিমটির মাধ্যমে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় প্রায় ২০০ কৃষক অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এখন সেটা কেটে গেছে।

সেচ পাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ জানান, বিএসএফের সঙ্গে বিজিবির আলাপের পর পাম্পটি চালু করা হয়।

ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, বিএসএফের সিইও পর্যায়ে কথা বলে সেচ পাম্প চালু করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version