Site icon Amra Moulvibazari

২০২৪ সালে দুনিয়া মাতিয়েছেন ভারতের যে পাঁচ নায়িকা

২০২৪ সালে দুনিয়া মাতিয়েছেন ভারতের যে পাঁচ নায়িকা


২০২৪ সালে ভারতীয় সিনেমার বক্স অফিসে নায়কদের পাশাপাশি প্রভাব বিস্তার করেছেন অনেক নায়িকরাও। তারা তাদের দক্ষতা, জনপ্রিয়তা, গ্ল্যামার দিয়ে প্রমাণ করেছেন সিনেমার বিকাশে নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের মধ্যে চরিত্র, আয় ও জনপ্রিয়তার হিসেবে শীর্ষ পাঁচে নায়িকার তালিকা তৈরি করেছে পিঙ্কভিলা।

সে তালিকা অনুযায়ী দেখে নেয়া যাক নায়িকাদের পারফরম্যান্স ও সাফল্যের পরিসংখ্যান-

রাশমিকা মান্দানা
২০২৪ সালের সেরা ছবি হতে যাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। এই সিনেমায় শ্রীভল্লির চরিত্রে ফিরে এসে চমক দেখিয়েছেন রাশমিকা মান্দানা। তিনি আবারও বক্স অফিসে ঝড় তুলেছেন তার মনোমুগ্ধকর উপস্থিতিতে। আল্লু অর্জুনের সঙ্গে তার অভিনীত এই ম্যাস অ্যাকশন ড্রামা বিশ্বব্যাপী ১৭০০ কোটি রুপি আয়ের পথে এগুচ্ছে। এছাড়াও রাশমিকা মান্দানা বর্তমানে একাধিক বড় বাজেটের সিনেমায় কাজ করছেন। যার মধ্যে রয়েছে দ্য গার্লফ্রেন্ড, কুবের, ছাভা, সিকান্দর এবং আরও বেশকিছু। এই ছবিগুলো সমগ্র ভারতজুড়ে তার জনপ্রিয়তা ও প্রভাব আরও বাড়িয়ে দেবে তাতে সন্দেহ নেই।

দীপিকা পাডুকোন
দীপিকা পাডুকোনের জন্য ২০২৪ ছিল সাফল্যের বছর। তিনি ‘ফাইটার’ এবং ‘কালকি ২৮৯৮’ এডি; দুটি বড় সিনেমায় অভিনয় করেছেন। ‘ফাইটার’ সিনেমায় হৃতিক রোশানের সঙ্গে তার কেমিস্ট্রি দারুণ সাড়া পায়। ছবিটি বক্স অফিসেও ভালো আয় করতে সক্ষম হয়। তবে ‘কালকি ২৮৯৮ এডি’ ছবির সাফল্য ছিল আরও বিশাল। প্রভাসের বিপরীতে সেই সিনেমা দিয়ে দীপিকা বিশ্বজুড়ে সেরা আয়ের সিনেমার নায়িকা হিসেবে নিজেকে দ্বিতীয় স্থানে প্রতিষ্ঠিত করেছেন। ‘সিংঘম অ্যাগেইন’ ছবিটিতেও তার উপস্থিতি দর্শককে বিনোদিত করেছে।

শ্রদ্ধা কাপুর
‘তু ঝুথি মেইন মাক্কার’ ছবির সাফল্যের এক বছর পর আবারও বক্স অফিসে সাফল্যের মুখ দেখলেন শ্রদ্ধা কাপুর। তবে সেই সাফল্য চমকে দেয়ার মতো। কারণ এই ছবিটিতে তিনিই ছিলেন প্রাণ ভ্রোমরা। তাই আয়ের হিসেবে তৃতীয় হলেও চরিত্রের গুরুত্ব ও প্রভাব অনুযায়ী শ্রদ্ধাকেই এক নম্বরে রাখবেন তার ভক্ত-অনুরাগীরা। সেই ছবিটি হলো হরর কমেডি ‘স্ট্রি ২’। অমর কৌশিক পরিচালিত এই সিনেমাটি ভারতের সর্বকালীন সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা হয়ে ওঠেছে। এটি বিশ্বব্যাপী ৮৩৭ কোটি রুপি আয় করে বিস্ময় তৈরি করেছে। শ্রদ্ধা তার ভক্তদের জানিয়েছেন যে তিনি ২০২৫ সালে বেশ কিছু নতুন সিনেমার ঘোষণা করবেন, যা তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়কে আরও বর্ণিল করে তুলবে।

মীনাক্ষী চৌধুরী
মীনাক্ষী চৌধুরী ২০২৪ সালে বেশ চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছেন। তিনি ‘দ্য গোয়েট’ এবং ‘লাকি বাস্কার’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে মুন্সিয়ানা দেখিয়েছেন। তার মধ্যে ‘লাকি বাস্কার’ ছবিটি ছিল ভারত ও আন্তর্জাতিকভাবে থিয়েট্রিক্যাল সুপারহিট এবং ওটিটিতেও ব্লকবাস্টার হিট। মীনাক্ষীর দুই সিনেমার সম্মিলিত আয় প্রায় ৫৬৬ কোটি রুপি, যা একজন নায়িকার ক্যারিয়ারের জন্য আশির্বাদের মতো।

তৃপ্তি দিমরি
আগে বেশ কিছু কাজ করলেও ‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে ভারতের জাতীয় ক্রাশে পরিণত হন তৃপ্তি দিমরি। আকর্ষণীয় ফিগার, টানা টানা চোখ, রহস্য ছড়ানো মায়াবী হাসির এই নায়িকা মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বলিউডপ্রেমীদের। এই বছর তিনি তিনটি সিনেমায় কাজ করেছেন। সেগুলো হলো ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কা ওহ ভালা ভিডিও’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’। প্রথম দুটি সিনেমা মোটামুটি আয় করলেও ‘ভুল ভুলাইয়া ৩’ সুপারহিট হয়েছে। এছাড়া ২০১৮ সালে তৃপ্তি অভিনীত সিনেমা ‘লাইলা মজনু’ পুনরায় মুক্তি পেলে সেটিও হিট হয়। তৃপ্তি তার ক্যারিয়ারকে রঙিন করতে একাধিক আকর্ষণীয় সিনেমায় কাজ করছেন। সেগুলো মুক্তি পাবে নতুন বছরে।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version