Site icon Amra Moulvibazari

সহকর্মীকে যৌন হয়রানি করায় প্রধান শিক্ষক বরখাস্ত

সহকর্মীকে যৌন হয়রানি করায় প্রধান শিক্ষক বরখাস্ত


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুলকে বরখাস্ত করেছে শিক্ষা বোর্ড।

ওই বিদ্যালয়ের সহকর্মীকে (সহকারী শিক্ষিকা) যৌন হয়রানি, অনৈতিক কর্মকাণ্ড ও অনৈতিক প্রস্তাব দেওয়ার কারণে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীর সই করা চিঠিতে এই আদেশ দেওয়া হয়। এর আগে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মনিরুজ্জামান শিক্ষককে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অজুর্না মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুলকে বরখাস্ত সংক্রান্ত শিক্ষা বোর্ডের চিঠি পেয়েছি। এখন তিনি ওই বিদ্যালয়ে আর প্রধান শিক্ষক নন। প্রধান শিক্ষকের পদটি এখন শূন্য। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক নিয়োগ করবে।

আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version