Site icon Amra Moulvibazari

১২ বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত

১২ বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত


ভারতের কারাগারে আটক থাকা বাংলাদেশের ১২ জন জেলেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মুক্তি দিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমায় বিডিও এবং কাকদ্বীপ থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে ডায়মন্ড হারবার মহকুমা থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

প্রায় তিন মাস আগে এই ১২ জন বাংলাদেশি জেলে ভারতের জলসীমায় প্রবেশ করেন। এরপর তারা কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে।

কারাগারের কর্মকর্তা দেবব্রত রায় চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুরে দিকে ১২ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য। ১২ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছ থেকে এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ নামের দুটি ট্রলারসহ বাংলাদেশি জেলেদের আটক করা হয়।

ডিডি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version