Site icon Amra Moulvibazari

২৮ ডিসেম্বর গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় খেলাফত মজলিস

২৮ ডিসেম্বর গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় খেলাফত মজলিস


আগামী ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে জাতির সামনে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায় খেলাফত মজলিস।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, পতিত খুনি হাসিনা সরকারের পতনের পর আজকের মুক্ত পরিবেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিস দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধ পরিকর। রাষ্ট্র ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে, এই জনপ্রত্যাশা পূরণে খেলাফত মজলিস ইতিবাচক ভূমিকা অব্যাহত রেখেছে।

ড. আহমদ বলেন, খেলাফত মজলিস মনে করে মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির পথ হচ্ছে ইসলাম। খোলাফায়ে রাশেদীনের আদর্শের আলোকে যদি আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে সাজাতে পারি, তাহলেই দেশ ও জনগণের কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব। গত ১৬ বছরের দুঃশাসনের বিচার নিশ্চিত, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সুসংহত করে কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আজ জাতীয় ঐক্য জরুরি।

তিনি বলেন, মানব মুক্তির আদর্শ-খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিত করা ও চলমান রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আগামী ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন আনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আমরা।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, খেলাফত মজলিসের এ তৃণমূল কাউন্সিল সফলে প্রয়োজনীয় প্রস্তুতি শেষের দিকে। এরই মধ্যে জাতীয় নেতারা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের অধিবেশনের দাওয়াত দেওয়া হয়েছে। সবাই আন্তরিকভাবে খেলাফত মজলিসের দাওয়াত গ্রহণ করেছেন।

‘আমরা আশা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এনডিএম, নেজামে ইসলাম পার্টিসহ প্রতিনিধিত্বশীল সব দলের নেতা, দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষাবিদ, পেশাজীবী উপস্থিত হবেন। দেশ-বিদেশের ডেলিগেটদের পদচারণায় মুখরিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আমির বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক অধিবেশন উদ্বোধন করবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, মনসুরুল আলম মনসুর, বিলাল আহমদ চৌধুরী, জামিরুল ইসলাম প্রমুখ।

এএএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version