Site icon Amra Moulvibazari

স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও


বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেছেন স্ত্রীও । সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা পূর্ব সুজনকাঠী গ্রামের ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থতার কারণে সকালে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এসময় সামচুল হক সরদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) স্বামীর মৃত্যু সংবাদ শুনে চিৎকার করে অচেতন হয়ে পড়লে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি শুনেছি, ঘটনাটি খুবই মর্মান্তিক। বিকেলে আছরবাদ বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্ত্রীসহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শাওন খান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version