Site icon Amra Moulvibazari

বিশ্বজুড়ে কত আয় করেছে ‘পুষ্পা-২’

বিশ্বজুড়ে কত আয় করেছে ‘পুষ্পা-২’


দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২’ দেশ বিদেশে ব্যাপক ব্যবসা করছে। শুধু তাই নয়, একের পর এক ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে এটি। সিনেমাটি মুক্তির ১৬ দিনে বিশ্বজুড়ে ১৫০০ কোটি রুপি ব্যবসা করেছে। বক্স অফিসে ‘পুষ্পা-২’ দারুণ হিট সিনেমা হিসেবে আলোড়ন তুলেছে।

‘পুষ্পা-২’ প্রিমিয়ারে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন আল্লু অর্জুন। তবে এরই মধ্যে এ সিনেমাটি ওটিটিতে মুক্তির ব্যাপারে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ নিয়ে সিনেমা টিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি আপডেট দেওয়া হয়েছে, বলা হয়েছে ঠিক কবে ওটিটিতে মুক্তি পাবে এ সিনেমা।

গত শুক্রবার প্রযোজনা সংস্থা মৈত্রী মুভিজের পক্ষ থেকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের উদ্দেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে সিনেমা মুক্তির ৫৬ দিন না হলে কোনোভাবেই এ সিনেমা ওটিটিতে আনা যাবে না।

সিনেমাটির প্রিমিয়ারে এক নারীর পদপিষ্ট হয়ে মৃত্যুর কারণে আল্লু অর্জুনের নামে মামলা হয়েছে। এতে তাকে এক রাত জেলও খাটতে হয়েছে। আর এতেই ঝড়ের গতিতে বেড়েছে ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার আয়। বিশেষ করে ভারতের প্রেক্ষাগৃহে উপচেপড়া দর্শক দেখা যাচ্ছে। সারাবিশ্বের আয়ের বিচারে আগেই হাজার কোটি রুপির ক্লাব ছাড়িয়েছে দক্ষিণী সিনেমা। এবার ভারতে ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। শুধুমাত্র হিন্দি ভাষায় সিনেমার আয় ৫০০ কোটি ছাড়িয়েছে।

আরও পড়ুন:

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল এ সিনেমা প্রদর্শন। উপস্থিত ছিলেন আল্লুও। উপচেপড়া ভিড়ে সেদিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ঘটনায় গ্রেফতারও করা হয় আল্লুকে। তবে সেই দিনই তাকে অন্তর্বর্তী জামিন দেয় তেলেঙ্গানা হাইকোর্ট।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version