Site icon Amra Moulvibazari

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নারী নিহত

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, নারী নিহত


মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আজও ঘন কুয়াশায় পিকআপভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ঘন কুয়াশার মধ্যে প্রথমে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। পরে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পর পর দুইটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী, আহত হন ৩-৪ জন। এ ঘটনায় নিহতের নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মাত্রাতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নাম পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এর আগে রোববার একই মহাসড়কের ৬টি স্থানে ১৩টি যানবাহন সংঘর্ষ ও দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহতসহ অন্তত ১৫ জন আহত হন।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version