Site icon Amra Moulvibazari

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রেকর্ড গড়লো ভারত

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে রেকর্ড গড়লো ভারত


ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে রীতিমত তুলোধুনো করে ছাড়লো ভারত। রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকে হারিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। ২১১ রানের বিশাল ব্যবধানে ক্যারিবীয় নারীদের হারালো স্মৃতি মন্দানারা। নিজেও রেকর্ড গড়লেন মন্দানা।

বদোদরায় রোববার মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মন্দানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে ভারত ৩১৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে। ভারতীয় ব্যাটার স্মৃতি মন্দানা করেন ৯১ রান।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে এ বছর এখনও পর্যন্ত ১৬০২ রান করেছেন তিনি। যা এক বছরে নারীদের ক্রিকেটে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি রান। ৩৬টি ম্যাচে যে রান তিনি করেছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১৪৯ রানের ইনিংসটি সর্বোচ্চ।

মেয়েদের ক্রিকেটে এর আগে কোনও ব্যাটার এক বছরে ১৬০০ রানের গণ্ডি টপকাতে পারেননি। রোববার লরা উল্ভারথের রেকর্ড ভেঙে দিলেন মন্দানা। তিনি এক বছরে ১৫৯৩ রান করেছিলেন।

ম্যাচে ভারতের ৩১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৬ রানের মধ্যে ৫ উইকেট চলে যায়। রেনুকা সিং শুরুতেই ফিরিয়ে দেন হেইলি ম্যাথিউজ। শূন্য রানে আউট হন তিনি। কোনো রান না করে রানআউট হয়ে যান কিয়ানা জোসেফও।

রেনুকা সিং রীতিমত আগুন ঝরালেন। ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। প্রিয় মিশ্র নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ২৬.২ ওভারে ১০৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ওয়ানডেতে ভারতীয় নারী দলের এটা দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রমে ২৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছিলো তারা। তবে, ঘরের মাঠে এটা সর্বোচ্চ ব্যবধানে জয় তাদের। অন্যদিকে, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের এটা সবচেয়ে বড় ব্যবধানে হার।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version