Site icon Amra Moulvibazari

নারী অনুরাগীর মৃত্যুতে বিক্ষোভ, আল্লুর বাড়িতে হামলা

নারী অনুরাগীর মৃত্যুতে বিক্ষোভ, আল্লুর বাড়িতে হামলা


সম্প্রতি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগী পদপিষ্ট হয়ে মারা গেছেন। এতে অভিনেতার নামে মামলা হয়েছে। তাকে এক রাত জেলেও থাকতে হয়েছে। এবার (২২ ডিসেম্বর) ‘উই ওয়ান্ট জাস্টিস’(আমরা বিচার চাই) স্লোগানে আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ করেছে জনতা।

বিক্ষোভকারীরা শুধু হাতে প্ল্যাকার্ড নিয়ে জুবিলি হিলসের বাড়ির সামনে বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন স্লোগান দিয়েই ক্ষান্ত হননি। বিক্ষুব্ধ জনতা আল্লুর বাড়িতে পাথর নিক্ষেপ করে হামলা চালিয়েছে।

দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করছে। কেউ বা আবার বাড়ির দেওয়ালের উপর উঠে বাড়ির ভিতরে ঢিল ছুঁড়ছেন। এ ঘটনা প্রকাশ্যে আসার মাত্র ১ ঘণ্টা আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

এক বিবৃতিতে আল্লু জানিয়েছেন, ‘সব অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত বলে দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এরকম কোনো কাণ্ড ঘটালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।’

সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনা নিয়ে আজ (২২ ডিসেম্বর) উত্তপ্ত হয়েছিল তেলেঙ্গানার বিধানসভা। নাম না নিয়ে সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের সংসদ সদস্য আকবর উদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেন, পদপিষ্ট নারীর মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট।’

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আকবর উদ্দিনের এ ভিডিও শেয়ার করা হয়। সেখানে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, ‘আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে।

দুটি শিশু পড়ে গিয়েছে, এক নারী মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি পুরো সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।’

আকবর উদ্দিনের মন্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার আল্লু অর্জুনের বাড়ির সামনে পাথর ছুঁড়ে হামলা করা হয়েছে। অভিনেতার ভক্তরা এ নিয়ে এখন ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Exit mobile version