Site icon Amra Moulvibazari

করেন পরকীয়া, দুজনই গ্রেফতার ইয়াবাসহ

করেন পরকীয়া, দুজনই গ্রেফতার ইয়াবাসহ


চট্টগ্রামের পটিয়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী।

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার খরনা রাস্তার মাথা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন কক্সবাজার সদর থানার ১ নম্বর ঝিলংজা ইউনিয়নের লাহারপাড়া গ্রামের মো. সেলিমের ছেলে মো. জাবেদ (২৮) এবং একই এলাকার নেজাম উদ্দিন রাব্বীর স্ত্রী আনিকা রহমান (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খরনা রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বাসে অভিযান চালানো হয়। এসময় জাবেদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৩০০ পিস এবং আনিকার গায়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গ্রেফতার দুজনই বিবাহিত। তারা ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তাদের উভয়ের স্ত্রী-স্বামী সন্তান রয়েছে। আটকের পর তারা পরস্পর প্রেমিক-প্রেমিকা পরিচয় দেন এবং তারা বিয়ে করবেন বলে জানান।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এমডিআইএইচ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version