Site icon Amra Moulvibazari

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে শেকৃবির ‌‌‘আলোকিত মানুষ’

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে শেকৃবির ‌‌‘আলোকিত মানুষ’


গরিব-দুঃখী এবং শীতার্ত মানুষের মাঝে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বস্তিবাসী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডাইনিং ও ক্যান্টিনের শিশুদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন:

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, আলোকিত মানুষের চিফ মডারেটর প্রফেসর ড. মো জসিম উদ্দীন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তাহমিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল লতিফ বলেন, আলোকিত মানুষের গরিব দুস্থদের সাহায্য করার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারা নিজেদের অর্থায়নে যে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। তাদের কাজে আমরা আনন্দিত। আলোকিত মানুষ যেন গরিব বাচ্চাদের পড়াতে পারে সেজন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের জন্য রুমের ব্যবস্থা করা হবে।

সাইদ আহম্মদ/এমআরএম

Exit mobile version