Site icon Amra Moulvibazari

১৪ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

১৪ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল


শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের ছুটি। এই সময়ে সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ও ছুটির ক্যালেন্ডার সূত্রে জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী সোমবার (৩০ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ১ জানুয়ারি বুধবার থেকে ক্লাস-পরীক্ষা চালু হবে।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। এদিকে শিক্ষার্থী কমে যাওয়ায় আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ ঘোষণা করেছে হল প্রভোস্ট ও ক্যাফেটেরিয়া পরিচালক। ক্যাম্পাস খুললে আবারও এগুলো চালু হবে।

হল খোলা রাখা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ আমীর শরীফ বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফারহান সাদিক সাজু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version