Site icon Amra Moulvibazari

রুশ জেনারেলকে হত্যার অভিযোগে সন্দেহভাজন গ্রেফতার

রুশ জেনারেলকে হত্যার অভিযোগে সন্দেহভাজন গ্রেফতার


রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক জেনারেলকে হত্যার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে নিহত হন তিনি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন।

বুধবার এক বিবৃতিতে তদন্ত কমিটি জানিয়েছে, ওই রুশ জেনারেলকে হত্যার ঘটনায় উজবেকিস্তানের এক নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই রুশ জেনারেল এবং তার সহযোগীকে হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২৯ বছর বয়সী ওই সন্দেহভাজন জানিয়েছে যে, তাকে ইউক্রেনীয় বিশেষ বাহিনী নিয়োগ করেছে। জেনারেল কিরিলোভ (৫৪) ২০১৭ সাল থেকে রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন।

রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী আরকেএইচবিজেড নামে পরিচিত। এদিকে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভের হত্যাকাণ্ডকে নিজেদের সফলতা বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। এমনকি ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমেও বলা হয়েছে যে, দেশটির নিরাপত্তা বাহিনী ওই রুশ জেনারেলকে হত্যা করেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, কিরিলোভকে হত্যার বিনিময়ে ওই সন্দেহভাজনকে এক লাখ ডলার পুরস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্রেমলিন ইউক্রেনকে ‌‘সন্ত্রাসী হামলা’র জন্য অভিযুক্ত করেছে। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেকভ জানিয়েছেন, কিয়েভ আবারও নিশ্চিত করেছে যে তারা সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসেনি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version