Site icon Amra Moulvibazari

২৮ ওভারের ম্যাচ, ইংলিশ বেন কারেনের জিম্বাবুয়ে দলে অভিষেক

২৮ ওভারের ম্যাচ, ইংলিশ বেন কারেনের জিম্বাবুয়ে দলে অভিষেক


দুই ভাই স্যাম কারেন আর টম কারেন খেলেন ইংল্যান্ড জাতীয় দলে। বেন কারেন নিজের ক্যারিয়ার বেছে নিলেন জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের জাতীয় দলে আজ (মঙ্গলবার) অভিষেক হয়েছে বাঁহাতি এই ব্যাটারের।

অভিষেক ম্যাচটি ওয়ানডে হলেও অবশ্য পুরো ৫০ ওভারের মেজাজে খেলার সুযোগ হচ্ছে না কারেনের। হারারেতে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচটি নেমে এসেছে ২৮ ওভারের ম্যাচে।

টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে শুরুতেই পড়েছে বড় বিপদে। ১৩ রানের মধ্যে তারা হারিয়েছে ২ উইকেট।

বেন কারেন ব্যাটিং করছেন এখনও। অপরাজিত আছেন ৬ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৪.৩ ওভারে ২ উইকেটে ২১ রান।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version